এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

এই যদি হয় দেশপ্রেম এই যদি হয় ধর্মীয় কাজ তাহলে দেশদ্রোহিতা আর ধর্মবিরোধিতার প্রকৃত উদাহরন কোনটি?

আজকের সকাল সুন্দর একটি সকাল... সকালে উঠেই মনে মনে ভাবলাম দিন টা আজ ভালো যাবে... প্রতিদিনের অভ্যাস অনুযায়ী পেপার নিয়ে বসলাম... পেপার খুলেই মন টাও খারাপ হয়ে গেল দিন টাও খারাপ হয়ে গেল... শিরোনাম ছিল " হরতালের নামে নাশকতা"। নিচে একটি ছবি একটি ট্রেনের ২টি বগি উল্টে পড়ে আছে। পাথরের উপর রেল লাইনের কোন চিহ্ন নেই...ছড়ানো ছিটানো কিছু স্লিপার। আহত হয়েছে ৩০ এর অধিক লোক(সরকারী হিসাব)। বেসরকারী কোন হিসাব হয় না তাহলে হয়তো আরো বেশি হত।

গত কালকের ফেসবুক এ আপডেট দেখলাম। ইট দিয়ে মাথা থেঁতলে দেয়া হয়েছে এক পুলিশের। তার এমন অবস্থা যে একবার এর বেশি ২ বার তার দিকে তাকানোর সাহস হল না। চোখ বন্ধ করার আগেই প্রবাদ হিসেবে শেয়ার করলাম সেই নিউজটা...

এরও কিছুদিন আগে হরতাল চলাকালে আহত হল আমাদের ছোট্ট একটি বোন। "অন্তু বড়ুয়া" নাম তার। সে হয়তো কোনদিন এক চোখ দিয়ে দেখতেই পারবে না। মেয়ে টা হিন্দু কথা টা একটু মাথায় রাখবেন...

আরও কিছুদিন আগে সাউথইস্ট ইউনিভার্সিটির এক ভাই উত্তরাতে আগুনে পুরে মারা গেলেন। তিনি তার বাবার সাথে বাসে করে কোথাও যাচ্ছিলেন পথে বাসে আগুন দেয় হরতাল কারী রা পুড়ে মারা গেলে রাসেল মাহমুদ। রেখে গেলেন ১০ দিনের সন্তান। যে সন্তান কোনদিন কাউকে বাবা বলে ডাকতে পারবে নয়া...

কিছুদিন আগে আমার এলাকায় পকেটারদের ধাওয়া খেয়ে উল্টে যায় একটি সিএনজি অটোরিকশা। সেটাতে ছিলেন এক গর্ভধারিণী মা... যিনি অপেক্ষা করছিলেন অনাগত সন্তানের অপেক্ষায়... আর এখন তিনি অপেক্ষা করছে একটি মৃত সন্তানের জন্য... কারণ তিনি ব্যাপক ভাবে আঘাত প্রাপ্ত... সাথে যারা ছিল কারও ভেঙ্গেছে হাত কারও ভেঙ্গেছে পা...

এইতো সেদিন হরতালে গাড়িতে আগুনে দগ্ধ হলে সাবেক ছাত্র নেতা এবং বর্তমানে কর্মরত ডাক্তার... যাদের অবস্থা আসঙ্কা জনক...

গত একমাসে সহসতায় মারা গেল শতাধিক মানুষ। অনেকেই হয়তো কোন রাজনেতিক দলের সঙ্গেই ছিল নয়া শুদুই জীবন বাঁচাতে গিয়ে মারা গেছেন...

এখন আসল কথায় আসি এই যে নিরিহ মানুষ গুলো আহত হল কিংবা জীবন থেকে ছুটি নিল। তাদের কি দোষ ছিল... তাদের দোষ একটাই তারা হরতালে পথে বেড়িয়েছিল... তাদের দোষ একটাই তারা দেশের প্রতি ভালোবাসা ছিল নয়া..... তারা দেশদ্রোহী ছিল তারা ধর্ম বিরোধী ছিল এটাই তাদের দোষ... এছাড়া আমি আর কোন কারণ খুজে পাচ্ছি না...

আমার ভাষা অনেক আগেই হারিয়ে গেছে। আমিও আজ রাস্তায় বের হব ট্রেনে উঠব বাসে উঠব... আমারও তো হতে পারে একি পরিনতি। তবে কি আমিও দেশদ্রোহী আমিও ধর্মদ্রোহী...

আমাদের এক নেত্রী বললেন দেশ রক্ষা করতে হবে... সে জন্যই হরতাল দেয়া হচ্ছে... কিছু মানুষ মারা যাবে ক্ষয় ক্ষতি হবে সেটা মেনে নিতে হবে... সেটা মেনে নিতে হবে দেশের জন্য... দেশের মানুষের জন্য...
সরি ম্যাডাম আমি এমন দেশপ্রেমিক হতে পারব না... যে দেশ প্রেমিক দেশের মানুষের ক্ষতি চায় সে দেশ প্রেমিক আমি হতে চাই না...

অন্যদিকে ইসলাম রক্ষার দোহাই দিয়ে মাঠে আছে আরেকটি দল... তারা তাদের নেতাদের বাচানোর জন্য মানুষ কে শহীদ হতে উতসাহিত করছে জালিয়ে দিচ্ছে যানবাহন নষ্ট করছে সম্পদ... ইসলামের কোথাও অন্যের সম্পদ ধ্বংসের অধিকার কাউকে দেওয়া হয়নি... সুতরাং তারা ইসলাম নয়... তারা ইসলামের শত্রু।

অনেকেই হয়তো আমার সাথে তর্ক করবেন এসব নিয়ে তাদের বলব। আমাকে একটা হাদিস দেখান যেখানে অন্যের সম্পদ ধ্বংসের অনুমতি দেয়া হইছে...  আমাকে দেখান কোথায় আছে যে মুসলিম রা শত্রু দের আগে হামলা করেছে... কোথায় আছে যে নিরিহ মানুসদের রাজনৈতিক বলি বানাতে হবে...

এই যদি হয় দেশ প্রেম আর ধর্ম পালন তবে আপনাদের এই দেশে দরকার নাই... ইসলাম শান্তির ধর্ম আমাদের সেই শান্তি নিয়ে বাঁচতে দেন... আমরা শান্তি চাই শান্তি






































কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন