এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৪ মে, ২০১৩

   " সাভারী শিশু "
                                           ---- স্বপ্ন পথিক

আমি এক সাভারী শিশু, স্বপ্ন আমার নাম
আমি চাই না, রঙ বেরঙ্গের জামা
আমি চাই না, নানান ঢঙয়ের খেলনা
 আমি চাই শুধু লজ্জা নিবারণের নিশ্চয়তা
আমি চাই শুধু মাটির বুকে খেলার অধিকার

আমি এক সাভারী শিশু, স্বপ্ন আমার নাম
আমি চাই না বারিধারা গুলশানে বাড়ি
আমি চাই না রাজপথ দাপিয়ে চলা দামি গাড়ি
আমি চাই শুধু ছোট্ট ঘরে একটুখানি আশ্রয়
আমি চাই শুধু রাজপথে পায়ে হাঁটার অধিকার 

 আমি এক সাভারী শিশু, স্বপ্ন আমার নাম
আমি চাই না খেতে চাইনিজ কিংবা থাই
আমি চাই না এসির শরীর জুড়ানো বাতাস
আমি চাই খেতে শুধুই দুমুঠো ভাত
আমি চাই নিতে মুক্ত বাতাসে মুক্ত নিঃশ্বাস

আমি এক সাভারী শিশু, স্বপ্ন আমার নাম
আমি চাই না মালালার ন্যায় পরিচিতি
আমি চাই না জাতিসংঘের বিশ্বজোড়া স্বীকৃতি
আমি চাই শুধুই মায়ের বুকে আশ্রয়
আমি চাই শুধুই পিতার পরিচয়

আমি এক সাভারী শিশু, স্বপ্ন আমার নাম
আমি চাই না হতে বিরাট কোটিপতি
আমি চাই হতে দেশের প্রেসিডেন্ট
আমি শুধুই চাইন মানুষ হিসেবে স্বীকৃতি
চাই শুধুই আমার স্বপ্ন নামের সার্থকতা।