এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৩

মানব মন, মানব দেহ, মানব চাহিদা...

মানুষের মন, দেহ এবং চাহিদা সব এমন ভাবে জুড়ে থাকে যেমন ভাবে জুড়ে থাকে গাছ মাটির সাথে। মাটি ছাড়া কোন গাছ বেঁচে থাকতে পারে না তেমনি মনের চাহিদা পুরন না হলে মানুষের দেহ মন কোন টাই ঠিক থাকে না। মন আর দেহ কে আলাদা করে দেখার সুযোগ নেই... আজকের বর্তমান পরিপ্রেক্ষিতে কিছু কথা বলব...

আসেপাশে একটু তাকান, একটু ভালো করে লক্ষ করুন, আমাদের তরুন-তরুনী ভাই বোনদের দেখুন... কি বলতে চাইছি বুজতে পেরেছেন না বুজে থাকলে নিচের কেস স্টাডি গুলো পড়ুনঃ

কেসস্টাডি - ১ঃ  সেদিন উত্তরা তে বাসের জন্য দারিয়ে ছিলাম। হটাত একটা সিএনজি এসে থামল। প্রথমে একটা ছেলে নামল বয়স ২২-২৪ হবে। সে ইচ্ছে করেই ভাড়া দিতে দেরি করছিল। কৌতুহল বশত ভিতরে তাকালাম... দেখলাম মেয়েটি টেনে টেনে জামার ভাঁজ ঠিক করার ব্যর্থ চেষ্টা করছে... আমার বুঝার বাকি রইল না ভিতরে এতক্ষন প্রেমের নামে কি চলছিল... আপনাদেরও নিশ্চয় প্রায়ই এসব অপ্রিতিকর দৃশ্য দেখতে হয় এখানে সেখানে...

কেসস্টাডি - ২ঃ আমাদের একজন ভালো বন্ধু আছে। ধরুন নাম শাকিল। বেশ ভালো ছাত্র। কিন্তু গত কয়েক বছর যাবত তার রেজাল্ট যাচ্ছে তাই... কাছে বন্ধু তাই মন থেকে খুলে বলল কথা গুলো।
ওর সমস্যা হচ্ছে... ওর সেক্স এর চাহিদা অনেক বেশী... দিনের বেসির ভাগ সময়ই কাটে তার এসব চিন্তা করে... শত চেষ্টাতেও সে পারেনি তার মন কে ঠিক করতে... সে অনেক ধার্মিক তাই কোন অবৈধ সম্পর্কেও যেতে পারছে না... বাসায় অনেক সাহস করে বলেছিল বিয়ের কথা উল্টো ঝাড়ি খেতে হয়েছে... এসব কারণেই তার যোগ্যতা থাকা সত্তেও সে ভালো কিছু করার ক্ষমতা হারিয়ে ফেলেছে... হারিয়ে যাচ্ছে নিজের উপর বিশ্বাস।

কেসস্টাডি - ৩ঃ আমাদের পরিচিত এক ছোট ভাই। বয়স কম হলে কি হবে ভীষণ স্মার্ট। মেয়ে পটানো তার জন্য কন ব্যাপার ই না। তার বয়স মাত্র ২০ কিন্তু এর মধেই সে ১০ টা মেয়ের সাথে প্রেম করেছে। এবং সবার সাথেই তার দেহিক সম্পর্ক হয়েছে। তাকে বললাম এগুলা ভালো না ছেড়ে দাও। সেও সেই এক ই কথা ভাই বিয়ের পর ছেড়ে দিব...

কেসস্টাডি - ৪ঃ  মেয়েটা অনেক সুন্দরী... যে কেঊ পছন্দ করবে... অনেক ভালো যায়গা থেকে প্রস্তাব এসেছে... কিন্তু বাবা-মায়ের এক্টাই কথা মেয়ে কে ডাক্তার না বানিয়ে বিয়ে দিবেন না... মেয়েটি যৌবন ক্ষুধা মেটাতে বেছে নিয়েছে ফোন সেক্সের পথ... কারণ বাবা মার চোখের সামনে তার পক্ষে এর চেয়ে বেশী কিছু করার সুযোগ নেই... আমাদের এদিকে একটা মেয়ে কাহিনি মনে পড়ল। সেই মেয়ে নিজেকে সামলাতে না পেড়ে বন্ধ ঘড়ে 7up এর বোতল দিয়ে সেক্সের চেষ্টা করে আহত হয়েছিল...

কেসস্টাডি - ৫ঃ আজকাল অনলাইনের সেক্স অনেক পরিচিত। আমার পরিচিত অনেক কেই চিনি যারা প্রেম করে সেক্স করতে সাহস পাচ্ছেন না কিন্তু অনলাইনে এক বা একাধিক মেয়ের সাথে প্রেমের নামে ক্যাম সেক্স করছেন। ভিডিও অয়েব সাইট গুলোতে গেলে আপনি দেখবেন এসন ভিডিও এর ছড়াছড়ি।

 এখন আসল কথায় আসি কেন হচ্ছে এবং এর প্রতিকার কি? আমি জানি আমার কথা পড়ে সবাই মাথা নারবেন ঠিকই বলছে কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করার চেস্টাও করবেন না। কারণ আপনার সমাজের সাধারন নিয়মের বাইরে কিছু করার সাহস বা সদিচ্ছা কোনটাই নেই।

এত সমস্যার সমাধান একটাই বিয়ে... কিন্তু কখন বিয়ে এটা নিধারন নিয়েই আমার কথা... আমাদের ইসলাম ধর্মে বালেগ হবার পর দ্রুত বিয়ের কথা বলা হয়েছে। কিন্তু আমাদের সমাজে এটার ধারে কাছেও কেউ নাই। আপনি হয়তো বলবেন দেশের আইন আমান্য করে কিছু করা সম্ভব  না। কিন্তু আমি বলব আইন কাদের জন্য। আইন তো আমাদের মানুষের জন্যিই। এখন আমাদের তরুন প্রজন্ম যদি এই সামান্য মোলিক চাহিদার কারনে নষ্ট হয়ে যায় তাহলে আপনি আইন দিয়ে কি করবেন। আর যে ছেলে বা মেয়ে চরিত্র নষ্ট হয়ে গেছে তার কাছ থেকে আপনি ভালো কিছু আসা করতে পারেন না।

আপনি হয়তো বলবেন ছেলেদের ইনকাম নাই বউ পালবে কি করে। আমার কথা হল আপনাকে কে পালতেছে আল্লাহ নাকি আপনার মা-বাপ। আল্লাহ যদি আপনার পুরা ফ্যামিলি পালতে পারে সেখানে একজন মানুষ বাড়লে তাকে পালা কি আল্লাহর জন্য অসাধ্য ব্যাপার। এসব কথা রাখেন। এখনো সময় আছে আপনার ভাই কে আপনার বোন কে বাঁচান।

আজকাল একটা ছেলের বিয়ে করতে করতে ৩০-৩২ বছর হয়ে যায়। ততদিন তার যৌবন এর অর্ধেক শেষ। আমার চারদিকে যত ছেলে দেখি তার ৯০ ভাগ হারাম কাজ করে ফেলেছে। এর দায়িত্ব কে নিবে। আমার কথা হচ্ছে আমারা যদি ১৮ বছরে ভোট দিতে পারি তবে বিয়ে কেন ৩১ বছরে করতে হবে। এই আইন কি সংশোধন করা যায় না।
 বলুন তো এই আইন কেন হয়েছে। এই আইন খ্রিস্টানদের করা। কারণ তারা চায় না মুসলিম সংখ্যায় বেড়ে যাক। আর আমরা তাদের বানানো আইন কে ধ্যান জ্ঞান বানায় ফেলছি।

এখনও সময় আছে আসুন আমরা সচেতন হই। আমাদের সমাজের মানুষ কে সচেতন করি। পরবর্তী প্রজন্ম কে উপহার দেই সুস্থ সমাজ ভালো পরিবার। বিয়ের বয়স কমায় দিই এমনিতেই খারাপ কাজ গুলো কমে যাবে... আমি চ্যালেঞ্জ করে বলছি... আসুন দ্রুত বিয়ে করি সুন্দর সমাজ গড়ি...


বল্গারঃ কাউন্টার এট্যাক...






































কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন