এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৬ এপ্রিল, ২০১৩

আমরা নামে মুসলিম কিন্তু আমরা আসলেই কি মুসলিম... চলুন এটা নিয়ে একটু আলোচনা করি...

আমরা নামে মুসলিম কিন্তু আমরা আসলেই কি মুসলিম... চলুন এটা নিয়ে একটু আলোচনা করি...
* আমরা মুসলিম কিন্তু শুধু শুক্রবারে জুম্মা নামাজ পরি... তবে কি আমাদের জন্য অন্য নামাজ ফরজ নয়...
* আমরা মুসলিম কিন্তু হরতালে আমরা গাড়ি ভাঙ্গি আগুনে পুরিয়ে মানুষ মারি... ইসলাম শান্তির ধর্ম... আমরা যদি মুসলিম হই তবে এসব কি আমাদের জন্য হারাম ণয়...
* আমরা মুসলিম কিন্তু সকাল বেলা ক্লিন শেভ করি...আমরা কম বেশি সবাই জানি দাড়ি রাখা সুন্নত ... তবে কি দাড়ি না রাখলেও আমরা পূর্ণ মুসলিম...
* আমরা পুলিশদের মাথা থেঁতলে দেই কারণ তারা চাকরির বাঁচাতে দায়িত্ব পালনে রত কিন্তু সেও হয়তো একজন মুসলিম... একজন মুসলিম এর মাথা থেঁতলে দিয়েও কি আমি মুসলিম...
* আমরা শহীদ হতে সদা প্রস্তুত... কিন্তু ফজরের নামাজে যেতে আমাদের অনেক কষ্ট... ফজরের নামাজ পরতে এত কষ্ট হলে শহীদ হবার কস্ট সহ্য করতে পারব তো... নাকি জান বাঁচাতে পালাব...
* আমরা মুসলিম আমরা হিন্দি গান শুনতে বড় ভালোবাসি কিন্ত কোরআন তেলাওয়াত করার সময় পাই না...
* আমরা মুসলিম কিন্তু নিজেকে ভাবি জন আব্রাহাম, ক্যাটরিনা... কাঊ কে আজও পেলাম না যে নিজেকে উমর(রাঃ) কিংবা আলী (রাঃ)... তবে আমরা কিসের মুসলিম...
* আমরা তাবলীগে যেতে সময়ের অপচয় মনে করি... কিন্তু বন্ধুবান্ধুবী নিয়ে ৫ দিনের ট্যুরে চলে যাই তখন সময় নষ্ট হয় না...
*আমরা জানি নারী নেতৃত্ব হারাম জানি তাও দুই নারীর জন্য জীবন দিয়ে দেই তবে কি আমরা মুসলিম...
* পর্দার কথা আর নাই বললাম...

এমনো হাজার সমস্যা আমাদের আছে তারপর আমরা নিজেদের মুসলিম দাবি করি... ইসলামের নামে বড় বড় কথা বলি... আরে আগে নিজে ভালো হন পড়ে মানুষ রে বলেন... কাজে দিবে..... আল্লাহ আমাদের হেদায়েত দান করুন... আমিন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন