এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২০ এপ্রিল, ২০১৩

Revolution নাকি Evolution কোনটা জরুরী বাংলাদেশের জন্য?

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ধর্মীয় দৃষ্টিকোন থেকে কিছু কথা বলি... আশা করি কথা গুলো আপনাদের কে উপকৃত করবে...

বর্তমানে অন্যতম ইসলামী নামধারী রাজনৈতিক দল হচ্ছে "শিবির"। যারা চাচ্ছে দেশে ইসলামী শাসন কায়েম করতে। নিঃসন্দেহে তাদের উদ্যোগ ভালো...কিন্তু প্রশংসা পাবার যোগ্য নয়।
তারা আসলে কি চায়... তারা চায় "Revolution" অর্থাৎ বিপ্লবের মাধ্যমে দেশে ইসলামের আইন প্রতিষ্টা...  বিপ্লব মানেই হচ্ছে ধর-মার কাট... কিন্তু কথা হচ্ছে আমাদের দেশের শান্তিপ্রিয় মানুষ কি চায়... আমরা যদি ধরিমারিকাটি তবে কাকে ধরব, কাকে মারব কাকে কাটব সেটা আমাদের আগে ভাবতে হবে... আমি যদি বিপ্লব বেছে নেই সে বিপ্লব ৯০% মুসলিম এর দেশে কোন অমুসলিম এর বিরুদ্ধে হবে সেটা ভাবা নিতান্তই হাস্যকর...  তাহলে মুসলিম মুসলিম এর বিরুদ্ধে বিপ্লব করবে তাতে ফলাফল কি হবে শত শত লাশ পরবে এবং যারা মারা যাবে তাদের ৯৯% ই হবে মুসলিম... ক্ষতি কার হচ্ছে... আপনি শিবির হন আপনি লিগ হন বা আপনি দলেরই হন আপনার পরিচয় "আপনি মুসলিম"... একজন মুসলিম অপর মুসলিম কে হত্যা করবে এ কেমন কথা...

অন্যদিকে অন্যতম অরাজনৈতিক ইসলামী সংগঠন হচ্ছে "তাবলীগ"... প্রথমেই বলে রাখি তাবলীগ কে আওমীলিগের অঙ্গসগঠন ভেবে ভূল করবেন না... তাবলীগ কি চায় সেটা আপনাকে বুজতে হবে... তাবলীগ চায় "evolution"... অর্থাৎ মানুষকে বুজিয়ে শুনিয়ে দাওয়াতের মাধ্যমে ইসলাম কায়েম করা... সে অর্থে বলা যায় তাদের কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ যা কিনা সারা বিশ্বের মানুষের কাছে প্রমানিত... তাবলীগের কোন এখন পর্যন্ত মানুষের জন্য ক্ষতিকর এমন কোন ঘটনা পাওয়া যায়নি... তবে তাবলীগ কাজ অনেক সময় সাপেক্ষ... এবং ভালো কাজের জন্য একটু বেশি সময় লাগেই... তাবলীগ মানুষের ইমান নিয়ে কাজ করে... এখানে সবাই নিজেদের ইমান সংশোধনে ব্যস্ত... আর এভাবে একজন একজন মানুষ করে যদি দেশের অদিকাংশ মানুষ ইমানদার হয়ে যায় সেটা কি খুন খারাবী থেকে উত্তম নয়... শান্তিপূর্ণ উপায়ে যদি ইসলাম আসে... মেয়েরা পরদাশীল হয়ে যায় সেটা কি উত্তম নয়...

একখন ফেসবুকীয় জাতির কাছে আমার প্রশ্ন আপনারা কোনটা  চান... Revolution নাকি evolution.... জাতির বিবেকের কাছে আমার প্রশ্নার......

এবার সিধান্ত আপনার...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন